মডিউল ৩ - মানববিদ্যা: মানুষের শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

এই তৃতীয় মডিউলের পরিসর হল বাইবেল মানব সম্পর্কে কী শিক্ষা দেয় তা অনুসন্ধান করা। এবং বাইবেল থেকে যা কিছু আমরা ঈশ্বর সম্পর্কে শিখি, তা আমাদের সঠিকভাবে মানব সম্পর্কে বুঝতে সাহায্য করে। মানুষ তার নিজেকে বোঝার জন্য অবিরাম চেষ্টা করে। তাদের উৎপত্তি, গঠন, পরিচয়, উদ্দেশ্য, গন্তব্য ইত্যাদি। তবে মানুষের প্রকৃত জ্ঞান নিজেই তার মধ্যে পাওয়া যায় না। এটি ঈশ্বর যা কিছু ধর্মগ্রন্থে প্রকাশ করেছেন তাতে আবিষ্কৃত হয়। তাই যদি আপনি মানুষের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করতে চান, তবে এই বক্তৃতাগুলি আপনাকে উপকারে আসবে। এই তৃতীয় মডিউলের বক্তৃতাগুলি, যা মানুষের তত্ত্ব নিয়ে, তা পরিচিতিমূলক, পূর্ণাঙ্গ নয়, এবং এগুলি আপনাকে একটি ভিত্তি প্রদান করতে উদ্দেশ্যপ্রণোদিত, যাতে আপনি আপনার ভবিষ্যৎ অধ্যয়নে এটি ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারেন।