মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

 

মূল/আদি পাপের শিক্ষা:

View All Lessons

মানুষের স্বাভাবিক অবস্থার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, তা বহু দূরপ্রসারী প্রভাব ফেলে। ধরুন কেউ যদি বিশ্বাস করে যে মানুষ নিষ্পাপ অবস্থায় জন্মায়, অথবা একেবারে শূন্য খাতার পাতার মতো জন্মায়, কিংবা মানুষের অন্তরগত স্বভাব ভালো—তাহলে সে ব্যক্তি মানবজাতির সমস্যাগুলোকে এবং তাদের সমাধানকেও ভিন্নভাবে দেখবে। উদাহরণস্বরূপ, অনেকেই মনে করে শিক্ষাই মানবজাতির সমস্যার সমাধান। তারা ভাবে, শুধু যদি মানুষকে যথেষ্ট তথ্য বা সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে।