মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)
সম্পূর্ণ পাপগ্রস্ততার শিক্ষা:

“সুসমাচার”শব্দটির অর্থ হল —সুখবর। কিন্তু প্রশ্ন হল, এই সুসমাচারটি আসলে কতটা ভালো খবর? পরিত্রাণের এই বিস্ময়কর বার্তাটি বুঝতে হলে, আমাদের আগে জানতে হবে—পাপীদের কেন পরিত্রাণের প্রয়োজন। সহজভাবে বললে, ভালো খবরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হলে, আমাদের আগে খারাপ খবরটা জানতে হবে।