মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

 

ঈশ্বরের আইনের শিক্ষা:

View All Lessons

ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করি—আপনার ওজন ঠিক কত? আপনি অনুমান করে একটা সংখ্যা বলতে পারেন, কিন্তু সঠিক ও নির্ভুল উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই এমন এক যন্ত্র ব্যবহার করতে হবে যা ওজন নির্ণয় করে। আমরা সবাই মাপের নির্দিষ্ট মানদণ্ডের সঙ্গে পরিচিত। আপনি যদি জানতে চান আপনার উচ্চতা কত, তাহলে আপনি একটি ফিতা বা স্কেল ব্যবহার করবেন। ঠিক তেমনি, ঈশ্বরের ব্যবস্থা হচ্ছে সেই মানদণ্ড যা আমাদের জানায়, আমরা কতটা ন্যায়ের কাছাকাছি বা দূরে আছি। এটি আমাদের জীবনের আচরণ, নৈতিকতা এবং ঈশ্বরের মান অনুযায়ী বিচার করে।