মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)
অনুগ্রহের চুক্তির শিক্ষা:

বিবাহ হল একটি ঈশ্বর-প্রতিষ্ঠিত বিধান, যা সৃষ্টির শুরু থেকেই ঈশ্বর স্থাপন করেছেন এবং যা মানবজাতির ইতিহাস জুড়ে সর্বত্র পালন করা হয়। বিবাহের মূল ভিত্তি একটি চুক্তিমূলক সম্পর্ক। মালাখি ২:১৪-তে বলা হয়েছে “তোমার নিয়মের (চুক্তির) স্ত্রী”সম্পর্কে। একজন পুরুষ ও একজন নারী পরস্পরের সঙ্গে প্রতিশ্রুতি ও শপথের মাধ্যমে একটি চুক্তিতে আবদ্ধ হন এবং এইভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত হন।