মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)
মানুষের প্রকৃতি

প্রায় প্রত্যেক মানুষেরই অন্তত একটি আয়না থাকে। আপনি এগুলি পাবেন বহু জায়গায়—ব্যক্তিগত ঘর থেকে শুরু করে জনসাধারণের জায়গা পর্যন্ত। সাধারণত এগুলি বেসিনের উপরে থাকে, যাতে মানুষ ভালোভাবে চুল আঁচড়াতে পারে, জামা ঠিক করতে পারে, বা দাঁত ব্রাশ করতে পারে। আবার, অনেক নারী তাদের পার্সে ছোট আয়নাও রাখেন। আয়না আপনাকে নিজেকে দেখতে সাহায্য করে এবং অনেকেই নিজেদের দিকে তাকাতে ভালোবাসেন। মানুষ তাদের বাহ্যিক চেহারা নিয়ে সচেতন থাকে এবং অন্যেরা তাদের কেমন দেখছে, তা নিয়ে ভাবনা করে। কিন্তু আয়নারও সীমাবদ্ধতা আছে। এটি কেবল শরীরের সামনের অংশটুকু দেখাতে পারে—তাও যতটুকু সেই নির্দিষ্ট আয়নার ফ্রেমে ধরে। কিন্তু আপনার অস্তিত্ব কেবল এটুকু নয়। আপনার একটি আত্মা আছে, যেমন একটি শরীরও আছে—এবং আত্মা চোখে দেখা যায় না। নিজেদের সত্যিকারের পরিচয় জানতে হলে, কেবল বাহ্যিক সৌন্দর্যের বাইরে তাকাতে হবে। আমাদের উত্তর দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের: আমি কে? আমার উৎস কোথায়? আমার গন্তব্য কোথায়? আমার জীবনের উদ্দেশ্য কী? আমি কীভাবে জ্ঞানে উপনীত হই? আর এমন আরও অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলির অনেকগুলোরই উত্তর একমাত্র প্রভু দিতে পারেন, আর তিনি সেই উত্তর দিয়েছেন তাঁর পবিত্র বাক্য—বাইবেলে। মানবজাতিকে কে সৃষ্টি করেছেন এবং কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন—এই বিষয়গুলি প্রকৃতরূপে একমাত্র স্রষ্টা ও নকশাকারই জানেন।