মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

 

ভূমিকা

View All Lessons

মানুষ নিজেকে জানার ক্ষেত্রে ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যায়—তার উৎস, গঠন, পরিচয়, জীবনের উদ্দেশ্য ও গন্তব্য এসব বিষয় জানতে চায়। কিন্তু মানুষের সত্য জ্ঞান তার নিজের মধ্যে পাওয়া যায় না; এটি পাওয়া যায় বাইবেলে ঈশ্বর যা প্রকাশ করেছেন, তার মধ্যে। তাই আপনি যদি মানুষের বিষয়ে গভীরতর বোঝাপড়া অর্জন করতে আগ্রহী হন, তবে এই পাঠসমূহ আপনার জন্য উপকারে আসবে। "মানবতত্ত্ব" বিষয়ক এই তৃতীয় মডিউলের পাঠগুলি একটি প্রাথমিক পরিচিতি প্রদান করে, যা পূর্ণাঙ্গ নয়, তবে ভবিষ্যতের আরও গভীর পাঠের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলে। আপনি নিশ্চয়ই মনে করবেন যে, প্রথম মডিউলে আমরা শিখেছিলাম যে, ঈশতত্ত্ব ব্যাপকভাবে বলতে গেলে ঈশ্বর-জ্ঞান এবং তিনি আমাদের কী বিশ্বাস করতে এবং কীভাবে চলতে বলেন—তার সবকিছু নিয়ে আলোচনা করে। আমরা সেখানে লক্ষ্য করেছিলাম, ঈশতত্ত্ব মূলত খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে বাঁচার শিক্ষা—যা আমাদের চিন্তা ও জীবনের উভয় দিককে স্পর্শ করে। সেই প্রেক্ষাপটে, "মানবতত্ত্ব" হল শৃঙ্খলাবদ্ধ ঈশতত্ত্বের একটি অপরিহার্য অংশ। এই পাঠে আমরা শিখব—মানুষের প্রকৃতি, মানুষ যেভাবে ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে সৃষ্টি হয়েছে, তার ইচ্ছার স্বাধীনতা, আদি/প্রথম পাপ, মানুষের সম্পূর্ণ দুর্নীতি এবং ঈশ্বর যেভাবে "চুক্তির মাধ্যমে" মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন—এসব বিষয়ে।