মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

 

পাপের স্বভাব

View All Lessons

বছরজুড়ে সমগ্র বিশ্বে বেশ কয়েকটি আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত একটি হল Tchaikovsky Piano Concerto Competition। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। তারা জীবনের দীর্ঘ সময়—প্রতিদিন ঘন্টার পর ঘন্টা—পিয়ানো বাজানো শিখতে ও দক্ষতা অর্জনে ব্যয় করেছে। তারা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষকদের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে চরম মানসিক চাপ, বহুদিনের প্রস্তুতি এবং বিপুল প্রত্যাশা কাজ করে, কারণ এতে তাদের সমগ্র সংগীতজীবন নির্ভর করে। প্রতিযোগিতায় উপস্থিত থাকেন বিচারকমণ্ডলী ও দর্শকরা। একটি মাত্র ভুল—একটি মাত্র নোট ভুল বাজানো—তাদের অযোগ্য ঘোষণা করার জন্য যথেষ্ট। একটি ক্ষুদ্রতম ত্রুটিও তাদের দীর্ঘ কর্মজীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে।