মডিউল ৩: মানবতত্ত্ব — মানুষের বিষয়ে ঈশতাত্ত্বিক শিক্ষা (Module 3 - Anthropology: The Doctrine of Man)

 

কর্মের চুক্তির শিক্ষা:

View All Lessons

ঈশ্বর মানুষকে তাঁর নিজের সরুপে সৃষ্টি করেন এবং তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গঠনের উদ্দেশ্যে মানুষকে তৈরি করেন। প্রভু ইচ্ছা করেন যে, তিনি মানুষকে তাঁর উপস্থিতি প্রকাশ করবেন এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহভাগিতার সুযোগ দেবেন। আমরা এর প্রমাণ পাই সৃষ্টি ইতিহাসের শুরুতেই, পাপ-পতনের আগের এদন উদ্যানেই এই সম্পর্কের ছাপ স্পষ্ট।