পদ্ধতিগত ঈস্বরতত্ত্ব (Systematic Theology)

পদ্ধতিগত ঈস্বরতত্ত্বের এই পাঠ্যক্রমটি উপদেশাবলীর সাতটি প্রধান বিষয়ের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। প্রতিটি পাঠ শাস্ত্রের উপদেশাবলীর স্তম্ভের ওপর ১০টি করে বক্তৃতা প্রদান করে। এই সম্পূর্ণ পাঠ্যক্রমটি সত্তরটি বক্তৃতা নিয়ে গঠিত। সমস্ত খ্রীষ্টীয় উপদেশাবলী এক যৌক্তিক ক্রমে সংগঠিত করার প্রচেষ্টা হল ‘পদ্ধতিগত ঈস্বরতত্ত্ব’। খ্রীষ্টীয় মণ্ডলী এই প্রকারের ঈস্বরতত্ত্ব তার প্রাথমিক পর্যায় থেকে অনুশীলন করছে, যদিও বা আমরা বর্তমান সময়ে যা দেখতে পায় তা মধ্যযুগে উদ্দীপিত হয়েছিল। পদ্ধতিগত ঈস্বরতত্ত্ব নিজেকে বাইবেল ভিত্তিক ঈস্বরতত্ত্বের থেকে পৃথক করে। একটি নির্দিষ্ট বিষয়ে শাস্ত্র যা শেখায় তা সম্পূর্ণভাবে পদ্ধতিগত ঈস্বরতত্ত্ব সংগ্রহ করে এবং সেই সত্যের উপর ভিত্তি করে একটি দাবি করে।