শয়তান ক্রমাগত ঈশ্বরের কাজের বিরুদ্ধে দুর্বল ও আক্রমণ করার চেষ্টা করে। এটি প্রাচীনকাল থেকেই সত্য। আদিপুস্তক ৩-এ একটি উদাহরণ দেখা যায় তা পরীক্ষা করলে। আদম এবং হাওয়ার সাথে ঈশ্বর যখন কথা বলছিলেন, তখন শয়তান উল্লেখযোগ্যভাবে তাকে “সর্প” রূপে প্রতারিত করার জন্য ব্যবহার করেছিল। ঈশ্বর যা বলেছিলেন তা থেকে সরিয়ে শয়তান তাদের প্রলুব্ধ করার চেষ্টা করে। সর্প হাওয়ার কাছে এসে ঈশ্বরের আদেশকে প্রশ্নবিদ্ধ করে বলেছিল, “হ্যাঁ, ঈশ্বর কি সত্যিই বলেছেন, তোমরা বাগানের সব গাছের ফল খেতে পারবে না?”