মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)
শাস্ত্রের অনুপ্রেরণা:

আমরা যথার্থভাবে বাইবেলকে ঈশ্বরের কণ্ঠস্বর এবং ঈশ্বরের বাক্য বলে থাকি। কারণ, বাইবেলের প্রতিটি শব্দই ঈশ্বরপ্রদত্ত। “অনুপ্রেরণা”শব্দের অর্থ হল “ঈশ্বরের নিঃশ্বাসধ্বনি”—যেমন আমরা মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করি, তেমনি বাইবেলের মাধ্যমে ঈশ্বর নিজেই কথা বলেন। অর্থাৎ, বাইবেলের প্রতিটি শব্দের চূড়ান্ত উৎস স্বয়ং ঈশ্বর। যেহেতু ঈশ্বর বাইবেলের লেখক, তাই এই শাস্ত্রটি নির্ভুল—অর্থাৎ এতে কোনো ভুল নেই; এবং অভ্রান্ত—অর্থাৎ এটি কখনো ভুল নয় এবং কখনো ব্যর্থ হয় না।