মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

শাস্ত্রের ধারাবাহিকতা:

View All Lessons

আমরা ঈশ্বরের বাক্যের কোনো একটি অংশ বা নির্দিষ্ট বিভাগে নিজেদের সীমাবদ্ধ রাখতে পারি না। ঈশ্বরকে—এই বিষয়ে পূর্ণ প্রকাশ পেতে হলে আমাদের সম্পূর্ণ বাইবেল প্রয়োজন। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, বাইবেল এক ঈশ্বর, একমাত্র মুক্তির পথ, এক জাতি—ঈশ্বরের নিজস্ব জাতি এবং এক গৌরবময় ইতিহাসে একমাত্র উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টকে উপস্থাপন করে। অতএব, পুরো বাইবেলই খ্রিস্টীয় বিশ্বাস জনিত শাস্ত্র। আমাদের কেবল এই সত্যটি মানলেই চলবে না যে শুধুমাত্র বাইবেলই ঈশ্বর-প্রদত্ত কর্তৃত্বপূর্ণ মানদণ্ড; বরং এই কথাটিও জোর দিয়ে স্বীকার করতে হবে যে বাইবেলের সবকটি অংশ মিলে এই মানদণ্ড গঠন করে।