মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

পদ্ধতি:

View All Lessons

আপনি কি কখনো পাজল মিলিয়েছেন? যদি করে থাকেন, তাহলে আপনি জানেন যে একটি সম্পূর্ণ পাজল সাধারণত একটি ছবিতে রূপ নেয়—হতেপারে সেটি একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য, যেখানে পাহাড়-পর্বত, সবুজ ঘাসের মাঠ, বনভূমি, নদী এবং আকাশে ভেসে থাকা মেঘের মাঝে সূর্যালোক ঝলমল করছে, ইত্যাদি। তবে যখন আপনি প্রথমে বাক্সটি খোলেন, তখন দেখতে পান নানা আকারের অনেক ছোট ছোট টুকরো, যেগুলোর প্রতিটিতে মাত্র একটি ক্ষুদ্র অংশের ছবি ছাপা থাকে। প্রতিটি টুকরোই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার লক্ষ্য হল —এই টুকরোগুলি কীভাবে একত্রে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র গঠন করে, তা খুঁজে বের করা।