মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

পবিত্র আত্মার প্রণীত ধর্মগ্রন্থসমূহ:

View All Lessons

যখন আমরা বাইবেল সম্পর্কে চিন্তা করি, তখন সাধারণত একে একটি বৃহৎ শাস্ত্র হিসেবেই ভাবি—এবং সেটি অবশ্যই সত্য। কিন্তু অন্য এক দিক থেকে দেখলে, এটি আসলে একটি ছোট গ্রন্থাগারও বটে, যা ৬৬টি স্বতন্ত্র পুস্তক নিয়ে গঠিত। এই পুস্তকগুলি বিভিন্ন পটভূমি ও পরিবেশ থেকে আগত বহু মানব লেখকের দ্বারা বহু শতাব্দীজুড়ে রচিত হয়েছে। তবে এগুলির প্রতিটিই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত—ঈশ্বরই প্রতিটি বাক্যের চূড়ান্ত লেখক।