মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

শাস্ত্রের ব্যাখ্যা:

View All Lessons

কোনো লিখিত নথিকে সঠিকভাবে বুঝতে হলে, সেটিকে সঠিকভাবে ব্যাখ্যা করাও অপরিহার্য। পূর্ববর্তী লেকচারগুলিতে আমরা দেখেছি, বাইবেল পৃথিবীর যেকোনো পুস্তকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এর ব্যাখ্যা করাও এক গভীর ও গুরুগম্ভীর দায়িত্ব—এটি এমন একটি কাজ, যা সত্যের বাক্য সঠিকভাবে বিভাজন করতে সতর্কতা ও যত্নসহকারে করতে হয়, যেমনটি আমরা দেখি ২ তীমথিয় ২:১৫ পদে পড়ি। যখন আমরা বাইবেলের কোনো অংশ পড়ি, তখন আমাদের প্রথম প্রশ্নগুলির মধ্যে একটি হল : “এই অংশটির অর্থ কী?” বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল —বাইবেল কী শিক্ষা দেয়, তা সঠিকভাবে বোঝা। কিন্তু প্রশ্ন হল , আমরা কীভাবে শিখব যে বাইবেলের ব্যাখ্যায় কীভাবে এগোতে হবে? এর উত্তরও আমরা পাই বাইবেল থেকেই।