মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)
শাস্ত্রের ব্যাখ্যা:

কোনো লিখিত নথিকে সঠিকভাবে বুঝতে হলে, সেটিকে সঠিকভাবে ব্যাখ্যা করাও অপরিহার্য। পূর্ববর্তী লেকচারগুলিতে আমরা দেখেছি, বাইবেল পৃথিবীর যেকোনো পুস্তকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এর ব্যাখ্যা করাও এক গভীর ও গুরুগম্ভীর দায়িত্ব—এটি এমন একটি কাজ, যা সত্যের বাক্য সঠিকভাবে বিভাজন করতে সতর্কতা ও যত্নসহকারে করতে হয়, যেমনটি আমরা দেখি ২ তীমথিয় ২:১৫ পদে পড়ি। যখন আমরা বাইবেলের কোনো অংশ পড়ি, তখন আমাদের প্রথম প্রশ্নগুলির মধ্যে একটি হল : “এই অংশটির অর্থ কী?” বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল —বাইবেল কী শিক্ষা দেয়, তা সঠিকভাবে বোঝা। কিন্তু প্রশ্ন হল , আমরা কীভাবে শিখব যে বাইবেলের ব্যাখ্যায় কীভাবে এগোতে হবে? এর উত্তরও আমরা পাই বাইবেল থেকেই।