মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

প্রেরণাপ্রাপ্ত শাস্ত্রের বৈশিষ্ট্যসমূহ:

View All Lessons

একজন খ্রিস্টিয় বিশ্বাসী হিসেবে আমরা জানি, প্রভু আমাদের জন্য তাঁর বাক্যে—বাইবেলে—নির্ভুল ও পরিপূর্ণ নির্দেশ প্রদান করেছেন। এই বাক্য আমাদের প্রশ্নের উত্তর দেয়: “কার কর্তৃত্ব রয়েছে?” ঈশ্বরের বাক্য তাঁর নিজস্ব কর্তৃত্ব বহন করে, আর এই কর্তৃত্বপূর্ণ শাস্ত্রটি স্পষ্ট এবং সম্পূর্ণ যথেষ্ট—ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয় জানিয়ে দিতে। তাই বাইবেলের প্রতি প্রত্যাবর্তনই মণ্ডলীর সব ধরনের বিতর্ক ও মতবিরোধ নিষ্পত্তি করার একমাত্র নির্ভরযোগ্য উপায়। এই শৃঙ্খলাবদ্ধ ঈশতত্ত্ব প্রথম মডিউলে আমরা প্রাথমিক নীতির শিক্ষা নিয়ে আলোচনা করছি, যেখানে পবিত্র শাস্ত্র সম্পর্কিত ঈশতত্ত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে। পূর্ববর্তী লেকচারে আমরা শস্ত্রের প্রেরণা নিয়ে আলোচনা করেছিলাম; এবার আমরা এর অন্যান্য গুণাবলির দিকে মনোযোগ দিচ্ছি, যেগুলি এই প্রেরণার ভিত্তিতে বিকশিত হয়েছে।