![](/img/st1_bn.jpg)
এটি ছিল ৩২৫ খ্রিস্টাব্দ; খ্রিস্টীয় সম্রাট কনস্টান্টিন সমগ্র বিশ্বে যাত্রিক যাজকদের নাইসিয়া শহরে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা এখন উত্তর-পশ্চিম তুরস্কে অবস্থিত। সভার উদ্দেশ্য ছিল, যা নাইসিয়ার মহাসভা (নাইসিয়ার কাউন্সিল) নামে পরিচিত, গুরুত্বপূর্ণ ঈশতত্ত্বে সিদ্ধান্ত গ্রহণ করা যা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে উদ্ভূত হয়েছিল। বিশেষভাবে, সিদ্ধান্তটি ছিল ঈশ্বরের পুত্রের ঐশ্বরিকতা এবং পিতার সাথে তাঁর সম্পর্ক পরিষ্কার করা। কনস্টান্টিন, আপাতদৃষ্টিতে একজন নবাগত খ্রিস্টান হওয়া সত্ত্বেও, এই সম্মেলন আয়োজনের ব্যাপারে অত্যন্ত সক্রিয় এবং নিবেদিত প্রচারক ছিলেন।