মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)

 

ধর্মবিশ্বাস ও স্বীকারোক্তিসমূহ:

View All Lessons

৩২৫ খ্রিস্টাব্দ, সম্রাট কনস্টান্টাইন সারা বিশ্বের শীর্ষ খ্রিস্টীয় সেবকদের আমন্ত্রণ জানান একটি সম্মেলনের জন্য, যা অনুষ্ঠিত হয় নাইসিয়া নগরে—যা বর্তমান উত্তর-পশ্চিম তুরস্কে অবস্থিত। এই সম্মেলনটি পরে "নাইসিয়ার সভা" (Council of Nicaea) নামে পরিচিত হয়। সভার উদ্দেশ্য ছিল একটি গুরুতর ঈশতাত্ত্বিক মতবিরোধের মীমাংসা করা, যা তখনকার খ্রিস্টীয় সমাজে উঠেছিল। বিতর্কের মূল বিষয় ছিল ঈশ্বরের পুত্রের পূর্ণ ঈশ্বরত্ব এবং পিতা ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক।