মডিউল ১ – ভূমিকা: প্রথম নীতির শিক্ষা (Module 1 - Prologomena: The Doctrine of First Principles)
শাস্ত্রের সংরক্ষণ ও অনুবাদ:

সমগ্র পৃথিবীতে বাইবেলের চেয়ে মূল্যবান কিছু নেই। আর ঈশ্বর নিজে এই শাস্ত্রকে সবচেয়ে মূল্যবান মনে করেন—কারণ এটি তাঁর নিজস্ব বাক্য। তিনি করুণাপূর্বক এই শাস্ত্র আমাদের দিয়েছেন যাতে তা মানুষকে শিক্ষা দিতে পারে, আত্মিকভাবে সমৃদ্ধ করতে পারে এবং তাঁর জাতিকে উদ্ধার ও গঠনমূলক জীবনের পথে পরিচালিত করতে পারে। তবে এই শাস্ত্র কেবলমাত্র প্রথম প্রাপকদের জন্যই ছিল না। মনে করুন যীশু কী বলেছিলেন যোহন ১৭:২০ পদে। ঈশ্বর চান, তাঁর বাক্য প্রজন্মের পর প্রজন্ম ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত ও হস্তান্তরিত হোক। আর তিনি এও চান, এটি সমস্ত জাতি, ভাষা ও দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক।