গির্জায় ভালোবাসার আইন- "The Law of Love in the Church"

পর্য়় বন্ধু গণ, ঈশ্বরের রোজমন্ডলীর কল্যাণের বিষয় এই পাঠ স্বাগতম। এই বক্তৃতামালা মণ্ডলীর মেধা, অথবা আরও সঠিকভাবে বলতে গেলে, ঈশ্বরের প্রবর্তিত মেধা একতা এবং শান্তির দিকে কিভাবে লক্ষ্য রাখা যায় তার বিষয়ে ঈশ্বরের শিক্ষার ওপর বর্ণনা করা হবে। একতা এবং শান্তি ঈশ্বরের রোজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।