এই বক্তৃতায় পাস্টর এ. টি. ভারগানস্ট আরেকটি নীতির ব্যাখ্যা দিয়েছেন, যা মণ্ডলীর মধ্যে অশান্তি ও বিভাজন এড়াতে সহায়ক। এইবার তিনি বিশ্বাসে দুর্বলদের উদ্দেশ্যে বলছেন—তারা কিভাবে বিশ্বাসে শক্তিশালীদের প্রতি দৃষ্টিভঙ্গি পোষণ করবে। তিনি এমন কিছু মানদণ্ডের তালিকা দিয়েছেন যার মাধ্যমে বোঝা যায় কোন ভাইয়েরা প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে নিজেদের প্রমাণ করছে। তিনি দেখিয়েছেন, ঈশ্বর তিনটি কারণ প্রদান করেন কেন বিশ্বাসে দুর্বলদের উচিত নয় বিশ্বাসে শক্তিশালীদের খ্রিস্টীয় স্বাধীনতা ব্যবহার করার জন্য তাদের বিচার করা।