মণ্ডলীতে প্রেমের ব্যবস্থা

 

উপসংহার ও উৎসাহবাণী:

View All Lessons

এই শেষ বক্তৃতায় প্রেরিত পৌলের রোমীয় ১৪ ও ১৫ অধ্যায়ে খ্রিস্টীয় স্বাধীনতা বিষয়ক নির্দেশাবলিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। এতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই বিষয়ে—খ্রিস্টানরা কিভাবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আত্মত্যাগময় জীবনকে অনুসরণ করবে, একে অপরের মঙ্গল কামনার মাধ্যমে। বিশ্বাসে শক্তিশালীদের কাজ শুধু দুর্বলদের সহ্য করা নয়, বরং প্রেম ও নম্রতার সাথে তাদের সাহায্য করা যাতে তারা নিজেদের বোঝা থেকে মুক্ত হতে পারে। তবে এটি পবিত্র আত্মার সাহায্য ছাড়া সম্ভব নয়, তাই এর জন্য অনেক প্রার্থনার প্রয়োজন। রেভারেন্ড ভারগানস্ট বক্তৃতার শেষে কিছু বাস্তব প্রয়োগ তুলে ধরেন এবং আমাদের পবিত্রতার সন্ধানে আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন: “আপনি যদি প্রতিটি বিষয়ে খ্রিস্টীয় বিশ্বাসী না হতে পারেন, তবে সন্দেহ আছে আপনি আদৌ কোনো বিষয়ে খ্রিস্টান বিশ্বাসী হতে পারেন কি না।”