এই বক্তৃতায় প্রেমের আইনের পঞ্চম নীতির একটি বিস্তৃত এবং গভীর ব্যাখ্যা প্রদান করা হয়েছে, বিশেষ করে ঈশ্বরের সেইসব নির্দেশনার দিকে আলোকপাত করা হয়েছে যা তিনি বিশ্বাসে শক্তিশালীদের উদ্দেশ্যে দিয়েছেন। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর সমস্ত কাজের মূল প্রেরণা হওয়া উচিত প্রেম। পাস্টর এ. টি. ভারগানস্ট (A. T. Vergunst) এখানে বিভিন্ন উদাহরণ ও বহু বাইবেল ভিত্তিক প্রমাণ তুলে ধরেছেন যা এই বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে নির্দেশ করে। তিনি প্রেরিত পৌলের ভাষায় আহ্বান জানান যে, বিশ্বাসে শক্তিশালীরা তাদের খ্রিস্টীয় স্বাধীনতাকে ত্যাগ করে দুর্বলদের প্রতি দয়া প্রদর্শন করবে।