পূর্ববর্তী বক্তৃতায় খ্রিস্টীয় স্বাধীনতার বিষয়ে প্রেমের তিনটি নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এই বক্তৃতায় রোমীয় ১৪ ও ১৫ অধ্যায়ের আলোকে আরও দুইটি নীতির আলোচনা করা হয়েছে যা আমাদের জীবনে দিকনির্দেশনা করে। প্রথম নীতি হল , যীশু খ্রীষ্টে বিশ্বাসীদের আত্মিক পরিপক্বতার স্তর ভিন্ন হয়—কেউ বিশ্বাসে শক্তিশালী, কেউ দুর্বল। দ্বিতীয় নীতি হল , যারা বিশ্বাসে শক্তিশালী তারা দুর্বলদের দুর্বলতা বহন করবে এবং উভয়ের একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করবে। রেভ. ভারগানস্ট (Rev. Vergunst) এই বক্তৃতায় আমাদের জীবনে এই নীতিগুলি প্রয়োগ করার জন্য কয়েকটি বাস্তবিক সহায়তা তুলে ধরেছেন।