দশ আজ্ঞা (Ten Commandments)

 

চিরন্তন কালের ব্যবস্থাঃ

View All Lessons

“এবং ঈশ্বর এই সকল কথা বলিলেন…” — মোশির মাধ্যমে লিপিবদ্ধ দশ আজ্ঞার সূচনা এভাবেই হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন পর্বতের শিখর থেকে ঈশ্বরের মহিমাময় ঘোষণার পর, ঈশ্বর নিজেই এই দশটি আজ্ঞা দুইটি পাথরের ফলকে লিখেছিলেন। যদিও আজ সেগুলি হারিয়ে গেছে, তবে তাদের গুরুত্ব যেন আমাদের অন্তর থেকে হারিয়ে না যায়। এগুলি চিরস্থায়ী হওয়ার জন্যই রচিত হয়েছিল। আজও এই দশ আজ্ঞা ঈশ্বরের নিখুঁত ইচ্ছা ও স্বভাবের প্রতিচ্ছবি। এই আজ্ঞাগুলি আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা কেমন হওয়া উচিত—ঈশ্বরের প্রতি ভক্তিতে এবং মানুষের প্রতি আন্তরিকতায়। তবে প্রশ্ন হল , যখন যীশু নতুন আকাশ ও নতুন পৃথিবীর অধীনে নতুন যুগের সূচনা করবেন, তখন এই ব্যবস্থাটির স্থান ও বিষয়বস্তু কী হবে? সীনাই পর্বতের ব্যবস্থা কি কেবল ইতিহাস হয়েই থেকে যাবে?