তার্ষ নিবাসি তরুণ শৌল ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। তিনি ছিলেন ঈশ্বরের জন্য উত্সাহী। তিনি নিজেকে তাদের একজন মনে করতেন, যারা মনে করে যে তারা ঈশ্বরের বিধান নিখুঁতভাবে মান্য করে চলেছে। তিনি দাবি করতেন যে তিনি বাধ্যতার ক্ষেত্রে নির্দোষ। তবে এটি ছিল যতক্ষণ না ঈশ্বর তাঁকে স্বর্গীয় ব্যবস্থার বিদ্যালয়ে ভর্তি করান। তখন ঈশ্বর তাঁকে দশম আজ্ঞার মুখোমুখি করেন। প্রথমবারের মতো শৌল বুঝলেন, দশম আজ্ঞাটি শুধু একটি আজ্ঞা নয়। এই আজ্ঞাটি বাকি নয়টি আজ্ঞার সঙ্গেও গভীরভাবে সম্পর্কযুক্ত। এটি উপলব্ধি করার পর শৌল স্বীকার করলেন যে তিনি "মৃত" হয়ে গেছেন। তিনি আত্ম-মর্যাদা ও মিথ্যা আশার প্রতি "মৃত" হলেন। তবে এই আবিষ্কারই ছিল তাঁর নতুন জীবনের শুরু।