“ধনাশক্তি সকল অধার্মিকতার মূল”—এই সত্যকে পবিত্র শাস্ত্র অসংখ্য উদাহরণে সমর্থন করে, কিন্তু মানুষ শিখতে চায় না। লোভ আমাদের এমন কিছুর উপর হাত বাড়াতে বাধ্য করে, যা আমাদের নয়। আপনার ঘরে চুরি হলে এবং প্রিয় সম্পদ হারালে সেই অস্বস্তির অভিজ্ঞতা অনেকেই জানেন। তাই ঈশ্বরের মঙ্গলবোধ থেকেই অষ্টম আজ্ঞা প্রণীত হয়েছে। কিন্তু "চুরি করিবে না" কেবল বস্তুগত চুরি নিয়ে সীমাবদ্ধ নয়। ঈশ্বর চান, আমরা যেন যা তিনি আমাদের হাতে দিয়েছেন, তা যথাযথভাবে পরিচালনা করি।