দশ আজ্ঞা (Ten Commandments)

 

সপ্তম আজ্ঞা:

View All Lessons

শলোমন লিখেছিলেন, "একটি মহলতুল্য বাড়িতে ঝগড়াটে সঙ্গীর সঙ্গে থাকার চেয়ে ছাদের এক কোণায় বাস করা ভালো।" এর কারণ সহজ—সন্তোষজনক সম্পর্কের চেয়ে মধুর কিছু নেই। একটি দৃষ্টিনন্দন ঘর কখনও একটি ভগ্ন হৃদয়ের বিকল্প হতে পারে না। ঈশ্বর যে সম্পর্ককে সবচেয়ে সুন্দর নকশা তৈরি করেছেন, তা হল বিবাহিত পুরুষ ও নারীর সম্পর্ক। এই সম্পর্ককে রক্ষা করতে সপ্তম আজ্ঞা দেওয়া হয়েছে। বহু শক্তি এই বিবাহরূপী এই উপহারকে ভাঙতে চায়—হয়ত বিয়ের পূর্বে হৃদয়কে আঘাত দিয়ে অথবা বিয়ের পরে সম্পর্ক ভেঙে দিয়ে। তাই সপ্তম আজ্ঞা আমাদের গভীর মনোযোগ দাবি করে।