ঈশ্বর পৃথিবীকে পরিচালিত করতে তাঁর প্রতিনিধিদের মাধ্যমে কর্তৃত্বের কাঠামো তৈরি করেছেন। এই শাসনব্যবস্থা আমাদের কল্যাণের জন্য। এর লক্ষ্য আমাদের জীবনের পরিবেশকে সুশৃঙ্খল ও সুখকর রাখা। পতনের পর, এই শক্তি বিপজ্জনক হয়ে উঠেছে। এটি যাঁদের হাতে থাকে, তাঁদের জন্য তা অপব্যবহারের প্রলোভন তৈরি করে। আর যাঁরা এই ক্ষমতার মুখোমুখি হন, তাঁরা তা প্রতিরোধ করতে চান। অথচ আমরা কেউই ক্ষমতার অপব্যবহার পছন্দ করি না, তবুও তা হাতে পেলে প্রলোভিত হই। এইজন্য পঞ্চম আজ্ঞা—অধিকারের প্রতি সম্মান এবং অধিকারের সঠিক ব্যবহার—একটি দীর্ঘ, শান্তিপূর্ণ ও পরিতৃপ্ত জীবনের চাবিকাঠি।