দশ আজ্ঞা (Ten Commandments)

 

চতুর্থ আজ্ঞা:

View All Lessons

“যেন আমরা ভুলে না যাই”—এই কথাটি যেমন শহীদদের স্মরণে বলা হয়, তেমনি ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কেও প্রযোজ্য। বিশেষভাবে এই বাক্যটি প্রযোজ্য সেই আজ্ঞাটির ক্ষেত্রে, যেটিকে অনেকেই সম্মান না করে উপেক্ষা করে। এটি সেই আজ্ঞা, যা “তুমি করিবে না” বলে শুরু হয় না। বরং এটি বলে, “স্মরণ কর।” সাপ্তাহিক বিশ্রামের দিন, অর্থাৎ সাব্বাথ, ঈশ্বর আমাদের জন্য উপহারস্বরূপ দিয়েছেন—আশীর্বাদের জন্য। এই দিনকে সম্মান করলে বহু আশীর্বাদ আসে। পরিবার ও জাতি উপকৃত হয় এই সাপ্তাহিক বিশ্রাম ও আত্মিক চিন্তায়। আত্মা ও শরীর—উভয়ই লাভবান হয়, যদি আমরা ঈশ্বরের এই উপহারকে সঠিকভাবে স্মরণ করি।