দশ আজ্ঞা (Ten Commandments)

 

তৃতীয় আজ্ঞা:

View All Lessons

ঈশ্বর প্রায়ই তাঁর বাক্যে বলেন যে তিনি কীভাবে তাঁর পবিত্র নামের জন্য কাজ করেন। অর্থাৎ, তিনি তাঁর কর্মের মাধ্যমে তাঁর চরিত্র বা সত্তার গৌরবকে মহিমান্বিত করেন। আর এমন অধিকার কেবল ঈশ্বরেরই আছে। কারণ তাঁর তুলনায় আর কেউ নেই। স্বভাবতই, ঈশ্বর তাঁর নাম বা গৌরবকে রক্ষা করেন। তাঁর নামকে মন্দ বা অশুভ কিছুর সঙ্গে যুক্ত করা অত্যন্ত অপমানজনক। আমরা আমাদের নাম নিয়ে এমনই অনুভব করবো। তবে ঈশ্বরের নামকে সম্মান করা কেবল তাঁকে সন্তুষ্ট করে না, এটি আমাদের এবং আমাদের চারপাশের মানুষদের জন্যও আশীর্বাদ বয়ে আনে।