দশ আজ্ঞা (Ten Commandments)

 

দ্বিতীয় আজ্ঞা:

View All Lessons

জীবনের প্রতিটি পথচলার সূচনা একইভাবে হয়—এটি শুরু হয় একটি পদক্ষেপ বা একটি পছন্দ দিয়ে। তা যত ছোট বা গুরুত্বহীন মনে হোক না কেন, সেই প্রথম পদক্ষেপের ফলাফল আমরা জানতে পারি কেবল যাত্রার শেষে গিয়ে। তখন হয়তো ফিরে আসার আর সুযোগ থাকে না। কিন্তু আমাদের সদয় স্রষ্টা শুরু থেকেই শেষ পর্যন্ত জানেন। তিনি জানেন, তাঁর সত্তা বা চরিত্রের সামান্য বিকৃত উপস্থাপনও কোথায় নিয়ে যেতে পারে। ঈশ্বরের গৌরবকে কোনো সৃষ্ট জিনিসের মূর্তিতে রূপান্তর করা শুধু ঈশ্বরের অবমাননা নয়, নিজের ধ্বংস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর।