“ঈশ্বর এই সমস্ত বাক্য বলিলেন” (যাত্রা ২০:১) এবং তারপর আসে দশটি আজ্ঞা। আকাশ ও পৃথিবীর স্রষ্টার চেয়ে মহিমান্বিত কোনো ঈশ্বর নেই এবং এই দশটি আজ্ঞার চেয়ে উত্তম কোনো ব্যবস্থা নেই। মোশি তাঁর বিদায়বার্তায় ইস্রায়েল জাতিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন—“'এই চল্লিশ বৎসর তোমার গাত্রে তোমার বস্ত্র জীর্ণ হয় নাই, ও তোমার পা ফুলে নাই।” (দ্বিতীয় বিবরণ ৪:৮)। তবুও ঈশ্বর জানতেন তাঁর জাতির হৃদয়। তাই তিনি এই আজ্ঞা দিয়েছিলেন, যেন তারা তাঁকে ভালোবাসে এবং কখনও তাঁকে ত্যাগ না করে।