সীনয় পর্বতের দৃশ্য ছিল স্মরণীয় ও গভীরভাবে আবেগময়, যখন ঈশ্বর তাঁর চিরন্তন ব্যবস্থা ইস্রায়েল জাতির সামনে ঘোষণা করলেন। তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ, ইস্রায়েলের সমস্ত নেতৃবৃন্দ সহ সবাই ভয়ে কাঁপছিল এবং ভক্তি ভয়ে পেছনে সরে গেল। কখনও বা আগে আবার কখনও বা পড়ে ঈশ্বর এমনভাবে বলেননি। কেবল যীশুর পুনরাগমনের সময় ঈশ্বরের কণ্ঠ আবার এমন মহিমায় শোনা যাবে।
But why did God choose to display Himself to His redeemed people Israel in this moving manner? He never has done anything without a purpose and certainly His purpose then must have significance for us today.