ঈশ্বরের সন্তানেরা, যারা "সন্ত" নামে পরিচিত, তাদের চেয়ে ধন্য আর কেউ নেই। অনুগ্রহে উদ্ধারপ্রাপ্ত, অনুগ্রহে রক্ষিত, অনুগ্রহে পরিচালিত এবং শেষ পর্যন্ত অনুগ্রহের রাজ্য থেকে গৌরবের রাজ্যে স্থানান্তরিত—এই সংক্ষেপে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার। তবে উদ্ধারপ্রাপ্তদের জীবনে ঈশ্বরের ব্যবস্থার ভূমিকা কী? আমরা কি এখন ব্যবস্থার ঊর্ধ্বে, যেহেতু পৌল তিমথিকে বলেছিলেন, “'ইহা জানিয়া করে যে, ধার্ম্মিকের জন্য নহে, কিন্তু যাহারা অধর্ম্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্ম্মবিরূপক, পিতৃহন্তা ও মাতৃহন্তা, নরহন্তা, ব্যভিচারী” (১ তিমথি ১:৯)?
In this module we will trace the teaching of God’s law in the life of the saints of God.