আমাদের পতনের পর, ঈশ্বরের ব্যবস্থা মান্য করার সকল সামর্থ্য আমরা হারিয়েছি। কিন্তু সবাই তা স্বীকার করে না। বাস্তবে, কেউই তা মানে না, যতক্ষণ না ঈশ্বরের অনুগ্রহ আমাদের চোখ খুলে দেয়। কেবল তখনই আমরা বুঝি, আমরা সবাই পৌলের এই বক্তব্যের অন্তর্ভুক্ত—“ধার্ম্মিক কেহও নাই এক জনও নাই” (রোমীয় ৩:১০)। এই পাঠে আমরা দেখব কীভাবে ঈশ্বর আমাদের এই আত্মজ্ঞান পর্যন্ত নিয়ে যান এবং প্রভু যীশু খ্রীষ্ট ও তাঁর পরিত্রাণের প্রয়োজনে আমাদের দৃষ্টিকে চালিত করেন। এই প্রক্রিয়ায়, ঈশ্বরের ব্যবস্থা অপরিহার্য ভূমিকা পালন করে।