দশ আজ্ঞা (Ten Commandments)

 

যীশু এবং বিধান:

View All Lessons

যীশু বলেন, “'মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদিগ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি” (মথি ৫:১৭)। এই গভীর বক্তব্যটি আমাদের ঈশ্বরের চিরন্তন ব্যবস্থার উদ্দেশ্য ও সৌন্দর্য বোঝার এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি। প্রায়শই আমরা যীশু খ্রীষ্টের ব্যক্তিত্ব ও কর্মকে “সুসমাচার” শব্দের সাথে যুক্ত করি—এবং তা সঠিক। তবে এটি ঈশ্বরের ব্যবস্থার সাথেও যুক্ত হওয়া উচিত এবং আবশ্যক।
Therefore in this module we will examine why the Lord Jesus is called the ‘last Adam’ and how that is related to His announcement that He didn’t come to destroy the law of God.