পরমদেশে আদম ও হবার যে সৌন্দর্য ও আনন্দ ছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু তাদের বিদ্রোহ যা ধ্বংস এনেছে, সেটিও ভাষায় বর্ণনা করা যায় না। সেই বিদ্রোহ মানবজাতির অন্তঃস্থলে ফাটল ধরিয়েছে এবং ঈশ্বর, নিজের এবং তাঁর ব্যবস্থার প্রতি আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গিকে বিকৃত করেছে। এই পতন ছিল না কোনো দুর্ঘটনাজনিত ভুল; বরং এটি ছিল ঈশ্বরের পবিত্র ও নিখুঁত ব্যবস্থার সচেতনতা ও দুষ্টতাপূর্ণ প্রত্যাখ্যান।
তবে আদম ও হবা কি আমাদের মতো দশটি আজ্ঞা জানতেন? তারা ঈশ্বরের ব্যবস্থা কীভাবে জানতেন? এই প্রশ্নগুলির উত্তর অনুসন্ধান করা হবে ঈশ্বরের ব্যবস্থা সংক্রান্ত তৃতীয় পাঠে।