গত তিনটি পাঠে আমরা খ্রীষ্টের কাজ—বিশেষত প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা শিখেছি এর প্রয়োজনীয়তা, প্রকৃতি এবং পরিধি। এই শেষ ও চূড়ান্ত পাঠে আমরা শিখব যীশু খ্রীষ্টের শ্রেষ্ঠত্ব সম্পর্কে। খ্রীষ্টের শ্রেষ্ঠত্ব মানে হল, তিনি সকলের ঊর্ধ্বে, তিনি সকল কিছুর উপরে আধিপত্য ও মর্যাদা রাখেন। তিনি একমাত্র সেই ব্যক্তি যিনি আমাদের উপাসনার যোগ্য।