মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

 

প্রায়শ্চিত্তের প্রকৃতি:

View All Lessons

গত পাঠে আমরা খ্রীষ্টের কাজের দিকে মনোনিবেশ করেছিলাম—বিশেষ করে, প্রায়শ্চিত্তের প্রয়োজনীয়তা বিষয়টি নিয়ে। এই পাঠে আমরা আরও গভীরভাবে দেখব, প্রায়শ্চিত্তের প্রকৃতি কেমন। আর পরবর্তী পাঠে আমরা বিশ্লেষণ করব, প্রায়শ্চিত্তের পরিধি বিষয়ক শিক্ষার দিকনির্দেশনা।