আমরা ইতিমধ্যে বাইবেল যীশু খ্রীষ্টের ব্যক্তি ও তাঁর কাজ সম্পর্কে কী শিক্ষা দেয়, তা বিশ্লেষণ করেছি। পূর্ববর্তী পাঠগুলোতে আমরা যীশুর ব্যক্তি পরিচয়ে মনোনিবেশ করেছি। এখন আমরা শিখব, যীশুর ব্যক্তিত্ব ও তাঁর কাজ—বিশেষ করে পাপের প্রায়শ্চিত্ত—এই দুটি কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই পাঠে আমরা অনুসন্ধান করব, প্রায়শ্চিত্ত কেন অপরিহার্য ছিল।