এই কিছু পাঠে আমরা শিখেছি—যীশু খ্রীষ্ট একইসঙ্গে ঈশ্বর ও মানুষ, দুই প্রকৃতিতে বিদ্যমান একজন ব্যক্তি, যিনি তাঁর নম্রতার এবং মহিমার উভয় অবস্থায় আছেন। এখন আমরা এই পাঠে লক্ষ্য করব, তিনি এই দুই অবস্থায় কী কাজ করেন। এই পাঠে আমরা শিখব, খ্রীষ্টের তিনটি প্রধান দায়িত্ব বা পদ— ভাববাদী, যাজক ও রাজা—এই তিনটি দপ্তর সম্পর্কিত বাইবেল ভিত্তিক শিক্ষা।