মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

 

যীশুর অবস্থাসমূহ (The States of Christ):

View All Lessons

গত কয়েকটি পাঠে আমরা শিখেছি যে প্রভু যীশু খ্রীষ্ট দুই পৃথক প্রকৃতিতে বিদ্যমান—একদিকে তিনি ঈশ্বর, অন্যদিকে তিনি মানুষ, কিন্তু একই ব্যক্তি হিসেবে চিরকাল বিরাজমান। এখন আমরা তাঁর দেহধারণের সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার সত্যের দিকে দৃষ্টিপাত করব। এই পাঠে আমরা আলোচনা করব যীশুর বিনয় চরিত্র ও মহিমা প্রাপ্ত হওয়ার দুই অবস্থাকে নিয়ে।