মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

 

খ্রীষ্টের ঐশ্বরিকতা:

View All Lessons

মথি ১৬:১৩-তে, যীশু তাঁর শিষ্যদের একটি প্রশ্ন করেন;“লোকেরা কী বলে মনুষ্যপুত্রকে কে?” আমরা আগের পাঠে আলোচনা করেছি, এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রীষ্টীয় বিশ্বাসের কেন্দ্রে এই প্রশ্নই দাঁড়িয়ে আছে—আমরা কী বলি যীশু কে? এই প্রশ্নের উত্তরই আমাদের বিশ্বাস, চিরন্তন ভবিষ্যৎ ও জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বাইবেল এই প্রশ্নের উত্তর দেয় এক অসাধারণ ও জীবন-পরিবর্তনকারী উপায়ে। শাস্ত্রে আমরা দেখি, যীশু সম্পূর্ণরূপে ঈশ্বর এবং একইসাথে সম্পূর্ণরূপে মানুষ। পরবর্তী তিনটি পাঠে, আমরা এই বাইবেল ভিত্তিক সাক্ষ্যগুলিকে গভীরভাবে বিশ্লেষণ করবো—যা আমাদের যীশুর প্রকৃত পরিচয় বুঝতে সাহায্য করবে।