
খ্রীষ্টের পূর্ণ প্রায়শ্চিত্তমূলক কাজের মধ্যে দিয়ে ঈশ্বর তাঁর মহিমাকে প্রকাশ করতে প্রসন্ন হন।
“কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, ত�োমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু
খ্রীষ্টকে, এবং তাঁহাকে ক্রুশে হত বলিয়াই, জানিব”। (১ করিন্থীয় ২:২)।