
ঈশ্বর তাঁর মহিমা ও প্রতাপের সম্পূর্ণ ও অন্তিম প্রকাশ প্রদর্শন করেছেন এই পৃথিবীতে তাঁর
পুত্রকে প্রেরণ করার মাধ্যমে।
“আর সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হইলেন, এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা
তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা; তিনি অনুগ্রহে ও
সত্যে পূর্ণ”। (য�োহন ১:১৪)।