বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

পুনরুদ্ধার

View All Lessons

"ঈশ্বরের লোকদের উদ্ধার করার প্রতি তাঁর প্রতিশ্রুতি শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তিনি তাঁর পুরাতন নিয়মের লোকদের প্রশিক্ষিত করেন, যাতে তারা আরও বৃহত্তর প্রতিশ্রুতির পূর্ণতার প্রত্যাশা রাখতে পারে, যা প্রতিশ্রুত মসীহের আগমনের মাধ্যমে পরিপূর্ণ হবে।"
"এর পরে আমি ফিরিয়ে আনব, দায়ূদের পতিত কুটির পুনরায় নির্মাণ করব, তার ধ্বংসস্তূপ পুনরুদ্ধার করব এবং তাকে আবার স্থাপন করব; যেন অবশিষ্ট মানুষ সকলেই প্রভুকে অনুসন্ধান করে এবং সমস্ত জাতি, যাদের ওপর আমার নাম কীর্তিত হয়েছে, তারাও তা করে। প্রভু এই কথা বলেছেন; তিনি পূর্বকাল থেকেই এই সব বিষয় অবগত আছেন।" (প্রেরিত ১৫:১৬-১৮)