বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

নির্বাসন

View All Lessons

"ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি অনেক আশীর্বাদ বয়ে আনে, তবে এর সাথে কিছু বাধ্যবাধকতাও থাকে। ঈশ্বরের লোকেরা শিখেছিল যে, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা ও তাঁর চুক্তি ভঙ্গ করার পরিণতিস্বরূপ ঈশ্বর করুণা সহকারে তাদের শাস্তি দেন, যাতে তিনি তাদেরকে তাঁর পথে পরিচালিত করতে পারেন এবং তাঁর দিকে ফিরিয়ে আনতে পারেন।"
"প্রিয়তমরা, আমি তোমাদের অনুরোধ করি, যেহেতু তোমরা এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, তাই মাংসিক অভিলাষ থেকে বিরত থাক, কারণ সেগুলো আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। আর জাতিদের মাঝে তোমাদের আচার-ব্যবহার উত্তম রাখো, যাতে তারা যখন তোমাদের দুষ্কর্মকারী বলে অভিযুক্ত করে, তখন তোমাদের সৎকর্ম দেখে সেই তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করতে পারে।" (১ পিতর ২:১১-১২)