বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

ভাববাদীগণ

View All Lessons

"ঈশ্বর ভাববাদীদের তুলে ধরেছিলেন, যাতে তারা তাঁর অবাধ্য লোকদের ওপর বিচার ও পরিত্রাণ ঘোষণা করেন। এবং তাদের মাধ্যমে তিনি লোকদের সেই উদ্ধারকর্তার দিকে দৃষ্টিপাত করতে বলেছিলেন, যিনি আসবেন এবং ঈশ্বরের অন্তিম বাক্য হিসেবে প্রকাশিত হবেন।"
"ঈশ্বর পূর্বে বহু অংশে ও বহু উপায়ে ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলেছেন। আর এই শেষ কালে তিনি আমাদের সঙ্গে পুত্রের মাধ্যমে কথা বলেছেন, যাঁকে তিনি সর্ববস্তুর উত্তরাধিকার করেছেন এবং যাঁর দ্বারা জগৎ সৃষ্টি করেছেন।" ইব্রীয় ১:১-২