বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

রাজত্ব:

View All Lessons

রাজ্য বিভক্ত হওয়ার পর, ইস্রায়েল ও যিহূদা উভয়েই ঈশ্বরের চুক্তি থেকে সরে মূর্তিপূজার দিকে ঝুঁকে পড়ে; ঈশ্বর তাঁদের সামনে আশীর্বাদ ও অভিশাপের পথ স্থাপন করেন। এটি স্পষ্ট হয়ে ওঠে যে ঈশ্বরের মহান রাজা তখনও আগমন করেননি।