বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

মন্দির

View All Lessons

"ঈশ্বর প্রতিশ্রুত দেশে তাঁর লোকদের মাঝে নিজের জন্য একটি চিরস্থায়ী বাসস্থান নির্মাণ করেছিলেন, যা আগত খ্রীষ্টের প্রতি এবং অনন্তকাল ধরে তাঁর লোকদের মাঝে ঈশ্বরের উপস্থিতির প্রতি নির্দেশ করে।"
"আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তার মন্দিরস্বরূপ। আর সেই নগরে আলোক প্রদান করার জন্য সূর্য বা চন্দ্রের কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমা তাকে আলোকিত করে, এবং মেষশাবক তার প্রদীপস্বরূপ।" (প্রকাশিত বাক্য ২১:২২-২৩)